পটিয়ায় ধর্ষণ চেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। তার নাম মো. দিদারুল ইসলাম দিদার (৩৮)। গত মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিদার পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লাপাড়া গ্রামের মৃত মোজাহের মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, দিদারুল ইসলাম দিদার গত ২৭ এপ্রিল পটিয়া থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টা মামলার প্রধান পলাতক আসামি মো. দিদারুল ইসলাম দিদারকে পটিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। বুধবার (গতকাল) গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।