পটিয়ায় একরাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩–৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ছনহরার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মার্কেটের ৪টি দোকানে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল রবিবার সকালে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এতে চোরের দল ব্যবসায়ী মো. টিপুর সিমেন্ট ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৩০ টি গ্যাস সিলিন্ডার, নুর হোসেন ফকিরের মুদির দোকান থেকে নগদ দেড় লক্ষ টাকা ও দামি মালামাল সামগ্রী, রাজুর মুদির দোকানের মালামালসহ দোকানে রক্ষিত একটি স্বর্ণের চেইন ও বাবুলের কুলিং কর্ণারের তালা ভেঙে মাজারের দুটি দানবক্স ও কিছু নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন তারা। হযরত লাল শাহ বুড়া মিজ্জি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. টিপু কোম্পানি জানান, প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে ম্যানেজার চলে যায়। ভোরবেলা মসজিদের মুয়াজ্জিন আমাদের দোকানগুলো খোলা দেখে আমাদের খবর দিলে এসে দেখি দোকানের তালা ভেঙে ক্যাশ থেকে প্রায় নগদ ৫০ হাজার টাকা ও ৩০টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন বলেন, চুরির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেছি। পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক অঞ্জন কুমার দেব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।