পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে একীভূত সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে একিভূত সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমাজ উন্নয়ন সংগঠন নওজোয়ান ও সিডিডির সহযোগিতায় এবং লিলিয়ানি ফন্ডস নেদারল্যান্ড’র অর্থায়নে এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন নওজোনের প্রোগ্রাম অফিসার নিলুফার জাহান কুমু, এডুকেশন ফেসিলেটর কণিকা রানি দে, নওজোয়ানের ফিজিও থেরাপিস্ট মো. শাহ জামাল বিদ্যুৎ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আকতার, পারভিন আকতার, জগন্নাথ চন্দ্র, টুম্পা দত্ত, ইয়াছমিন আরা মরিয়ম, জাহানারা বেগম, উম্মে তাসলিমা চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টার নাইট
পরবর্তী নিবন্ধউত্তর সর্তায় শান-ই রহমাতুল্লিল আলামিন সম্মেলন