পটিয়ায় স্কুল ভবন নির্মাণে চাঁদা দাবি ও প্রকৌশলীকে মারধর, যুবক গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

পটিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ঠিকাদার থেকে লাখ টাকা চাঁদা দাবি ও চাঁদা না দেওয়ায় প্রকল্পের সহকারী সাইট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. সাদ্দাম (৩২)। সে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা অলি ফকিরের বাড়ির মো. পেটানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এম.ডি.এস.পি প্রকল্পের অধীনে পটিয়া এলজিইডির নির্মাণাধীন পিঙ্গলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গিয়ে ছাত্রদল নেতা দাবি করে গত ১১ জানুয়ারি মো. সাদ্দামসহ আরো বেশ কয়েকজন প্রকল্পের সংশ্লিষ্ট সহকারী সাইট ইঞ্জিনিয়ার সিরাজ শনির কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। সিরাজ চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে এজাহারনামীয় ১নং আসামি মো. সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। সাদ্দাম নামের ইউনিয়ন ছাত্রদলের কোন নেতা সম্পর্কেও আমার জানা নেই।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধউখিয়ায় রক্তবমি করে বন্য হাতির মৃত্যু