পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মধু (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গাবতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন কোলাগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড নলান্দা গ্রামের মনু মিয়া সওদাগরের ছেলে। তিনি ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
পটিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. আসাদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আনোয়ার হোসেন মধু নামের ওই সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।