পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল শনিবার বিকেল ৪টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন টাইব্রেকারে ৩২ গোলে মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভসূচনা করে। খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন ব্রাদার্স ইউনিয়নের মো. শাহীন। ম্যাচের প্রথমার্ধে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন আনন্দের গোলে এগিয়ে যায় ()। দ্বিতীয়ার্ধে খেলা শেষের ২ মিনিট পূর্বে গোলবারের সামনে থেকে আচমাকা জোরালো শটে খেলায় সমতা আনেন মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাবের গাম্বিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা ()। নির্ধারিত সময়ে খেলা ১১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে খেলাকে সমতায় ফিরিয়ে এনে নায়ক হওয়া বিদেশী খেলোয়াড় সোলাইমান চিল্লা গোলবারে বল লাগিয়ে গোল মিস করে খলনায়ক বনে যান। পরে ৩২ গোলের জয় নিয়ে ফিরে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। একই সাথে নক আউট র্পবের এ টুর্নামেন্ট থেকে ছিঁটকে পড়ে শক্তিশালী দল মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাব। এর আগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও অনুষ্ঠানের উদ্বোধক পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বক্তব্য রাখেন ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এনামুল হক এনাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন, পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযৌতুক ও মাদক রোধ করতে আলেম সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধবায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা