পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৭টি বসতঘর। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বদি মেম্বারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে নুরুল হক, নুরুল আমিন, জাহেদুল হক, মাফুলা খাতুন, আজগর আলী, জানে আলম ও জাহানারা বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শ্ববর্তী বাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সম্ভবত রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে সাত পরিবারের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমরান হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।