পটিয়ায় রাতের আঁধারে কাটা হচ্ছে ফসলি জমির টপ সয়েল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের লট শ্রীমাই এলাকায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির টপ সয়েল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ঝুঁকির মুখে পড়ছে ঢালু পাহাড়ের ভবিষ্যৎ এবং নষ্ট হচ্ছে ওই এলাকার বিভিন্ন চাষাবাদ। স্থানীয় মাটি লুটেরা প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করলেই তাদের উপর নানাভাবে হামলা ও হয়রানির অভিযোগ রয়েছে।

এদিকে জমির টপ সয়েল কাটার ঘটনায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে লিখিত অভিযোগ দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একদল স্থানীয় কৃষক। অভিযোগে তারা বলেন, আমাদের ফসলি জমির উপর দিয়ে ড্রামট্রাক নিয়ে পার্শ্ববর্তী জমি হতে মাটি উত্তোলনের ফলে আমাদের জমির ক্ষতি হচ্ছে। যার ফলে আমাদের জমি সমূহ চাষাবাদে অনুপযোগী হয়ে পড়ছে।

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন ভূঞা জনি বলেন, একটি জমির টপ সয়েল কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধটানেলে দুর্ঘটনার তিন কারণ
পরবর্তী নিবন্ধকারাগারে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট