পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে নূরানী মিলাদ মাহফিল পটিয়ার দক্ষিণ হরিণ খাইনে দানবাঙ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আল ফাতেমা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক আনসারী। মেহমানে আ’লা ছিলেন আওলাদের রাসূল (সা.) আল্লামা শাহসূফী সৈয়দ তানভীর হাদী মাইজভাণ্ডারী। প্রধান মেহমান ছিলেন ঢাকাস্থ গাউছুল আযম রেলওয়ে জামে মসজিদের খতিব আব্দুল মোস্তফা রহিম আল–আযহারী। বিশেষ বক্তা ছিলেন মুফতি মোহাম্মদ নাজিম উদ্দি নূরী আল কাদেরী। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফোরকান। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাঁইদাইর ও দক্ষিণ হরিণ খাইন নতুন পাড়া মাহফিল উদযাপন পরিষদ।
সৈয়দ তানভীর হাদী মাইজভাণ্ডারী বলেন, মুমিনের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। মহব্বতে রাসূল তো ঈমানের রূহ, মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য। এই ইশ্ক ও মহব্বত ছাড়া না ঈমানের পূর্ণতা আসে, আর না তার স্বাদ অনুভূত হয়। প্রেস বিজ্ঞপ্তি।