পটিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সমির সর্দ্দার (৫৬) থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেল ৩টার দিকে সে আত্মসমর্পণ করেন। সমির মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি এলাকার ভোলা সর্দ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি সমির সর্দ্দারকে গ্রেপ্তারের লক্ষ্যে তার বাড়িতে বার বার অভিযান পরিচালনা করে পুলিশ। অবশেষে দীর্ঘদিন পলাতক থাকার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আসামি সমির সর্দ্দার আত্মসমর্পণের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।