পটিয়ায় মাঠে গড়াতে যাচ্ছে উপজেলা গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট

উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পটিয়া ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের খরা গুছিয়ে এবার মাঠে গড়াচ্ছে উপজেলা গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম মতবিনিময় সভায় চলতি অক্টোবর মাসেই উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও আগামী নভেম্বর মাসেই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করার নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়। গতকাল শনিবার বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ক্রীড়া সস্থ’ার এডহক কমিটির সভাপতি ও ইউএনও আলাউদ্দীন ভুঞা জনী বলেন, পটিয়ায় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে। নতুন নতুন ফুটবলার ও ক্রিকেটার সহ বিভিন্ন খেলোয়াড় সৃষ্টিতে কাজ করতে হবে। পটিয়ার ক্রীড়াঙ্গনকে উজ্জ্বীবিত করতে চলতি অক্টোবর মাসেই উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসেই একটি ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনা নিয়েছি। তিনি আরো বলেন, বিভিন্ন টুর্নামেন্ট ও খেলাধূলার আয়োজনে আমরা বিভিন্ন উপ কমিটি গঠনের প্রক্রিয়াও চালিয়ে যাব। যাতে প্রতিটি টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতাগুলো সুচারুরূপে সম্পন্ন করা যায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফুটবল কোচ নাছির উদ্দিন, ক্রীড়া ব্যক্তিত্ব মিশকাত আহমদ, ক্রীড়া সাংবাদিক শফিউল আজম, কমিটির বিশেষ সদস্য লিয়াকত আলী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মারুফ আবদুল্লাহ্‌,ক্রীড়া সংগঠক রবিউল হোসেন, শাহীন উল্লাহ্‌, মো. হোসেন,গোলাম কাদের, মো. নাঈম, আবু সায়েম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলস অ্যাঞ্জেলসের নেতৃত্বে সাকিব
পরবর্তী নিবন্ধবুদাপেস্টে জিএম নর্ম মিস করে চ্যাম্পিয়ন ফাহাদ-নীড়