পটিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রধান আসামি মীরসরাইয়ে গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় দায়ের কোপে জানিক দে (৭১) নামের এক বৃদ্ধ খুনের মামলায় প্রধান আসামি রুপেশ দে (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ননী দে’র ছেলে। গত বুধবার রাতে পটিয়া থানার একদল পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রুপেশ দে কে জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের মধ্যম কেলিশহর এলাকায় ওই খুনের ঘটনা ঘটে। নিহত জানিক দে সেদিন পুকুরঘাটে হাতমুখ ধুঁতে গেলে আসামি রুপেশ দে ধারালো দা নিয়ে পুকুরঘাটে জানিক দেএর সাথে পূর্বশত্রুতা নিয়ে তর্কে জড়ায়। তর্কাতর্কির একপর্যায়ে আসামি রুপেশ দে হাতে থাকা দা দিয়ে জানিককে বাম গালে কুপিয়ে গুরুতর জখম করে। তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পর জানিক দে’র মৃত্যু ঘটে। এর আগেও একবার রুপেশ দে নিহতের স্ত্রী মমতা দে’কেও মাথায় কুপিয়ে জখম করেছিল।

এ ঘটনায় নিহতের ছেলে আশিষ দে বাদী হয়ে রুপেশ দেকে একমাত্র আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, এ হত্যাকাণ্ডের প্রধান আসামি রুপেশ দেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আসামি রুপেশ দে’কে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এরপর আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানের আলমগীর খানকায় হাজার হাজার মানুষের ইফতার
পরবর্তী নিবন্ধদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার