পটিয়ায় বৃক্ষরোপণ অভিযানের মধ্যে দিয়েই কর্মসূচির উদ্বোধন

শোকের মাসে পৌরসভার ১৫দিনের কর্মসূচি

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার পক্ষ থেকে ১৫দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৌরসভার আল্লাই ওখারা এলাকায় বৃক্ষ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আইয়ুব বাবুল। এ উপলক্ষে মেয়র মো. আইয়ুব বাবুলের সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গিয়াস উদ্দিন আজাদ, গোফরান রানা, জসিম উদ্দিন, শফিউল আলম, সরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীব, শেখ সাইফুল ইসলাম, বুলবুল আকতার, ইয়াছমিন আকতার চৌধুরী, ফেরদৌস বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, মিজানুর রহমান খন্দকার প্রমুখ। সভার সিদ্ধান্তের আলোকে ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১ম দিবসে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মো ইব্রাহিম, মো বদিউল আলম, মো নাছির, হাজী মফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, ফজল আহমদ, আবুল খায়ের, মো. আবছার, ছগির আহমদ, সালাউদ্দিন, সৈয়দুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম চির অমর হয়ে থাকবে’
পরবর্তী নিবন্ধজুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার