পটিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ২৪ কি.মি.দূরত্বে পটিয়া উপজেলা।
সাম্প্রতিক বছরগুলোতে সরকারি সহায়তায় পটিয়ায় রাস্তাঘাট, নালা, ব্রীজ, খালখননসহ নানাবিধ উন্নয়ন সাধিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পটিয়ার বিভিন্ন শিল্পগ্রুপ যেমন এস আলম গ্রুপ, টি কে গ্রুপ, কেডিএস গ্রুপ, মীর গ্রুপের গড়ে তোলা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার কারণে পটিয়ায় শিক্ষিত বেকারের হার একদম কম বললেই চলে। তুলনামূলক অন্যান্য উপজেলার চেয়েও পটিয়ার জনগণ দিন দিন স্বাবলম্বী হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় ছুটির দিনে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পটিয়ামুখী মানুষের ঢল নামলেও বিশেষ করে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহার ছুটির দিনগুলোতে পটিয়ার মানুষ একটা বিনোদন কেন্দ্রের অভাববোধ করছে দীর্ঘদিন ধরে। সরকারি বা বেসরকারিভাবে শিশুদের জন্য একটা শিশুপার্ক, চিত্তবিনোদনের জন্য একটা মানসম্মত সিনেমা হল তৈরি করা এখন সময়ের দাবি। এতদবিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তি, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।
তোষাদ রায়হান
পটিয়া চট্টগ্রাম।