পটিয়ায় বালু মহাল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, গোলাগুলি

স্কেভেটর ও দুই মোটরসাইকেল ভাঙচুর, আহত ৭

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

পটিয়ায় শ্রীমাই খালের বালু মহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে ৭ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের হামলা, পাল্টা হামলায় একটি স্কেভেটর ও দুইটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় উপজেলার কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন নাছির, জুনায়েদ, হাসেম, রোকন উদ্দিন, মোহাম্মদ মন্নানসহ ৭৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার কচুয়াই বালি মহালে এ ঘটনা ঘটে।

কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম জানান, এক পক্ষ বালি মহাল থেকে বালি উঠানোর সময় অপর পক্ষের সশস্ত্র লোকজন এসে হামলা চালায়। এসময় ২০ রাউন্ড গুলি চালানো হয়। এতে কমপক্ষে ৭৮ জন আহত হয়।

তবে পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ ঘটনায় গোলাগুলির বিষয়টি অস্বীকার করে বলেন, এখানে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। বালি মহাল নিয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গেলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনা নিয়ে কোনো পক্ষ এখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইজারার নামে শ্রীমাই খাল থেকে স্কেভেটর দিয়ে বালু তুলে পাচার করছিল একটি চক্র। কচুয়াই ইউনিয়নের যুবলীগ নেতার নেতৃত্বে ২২ সদস্যের সিন্ডিকেট গঠন করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দেয় গ্রামের বাসিন্দা ও ইজারাদার দাবি করা সিন্ডিকেটের লোকজনের মাঝে। উত্তেজনার প্রেক্ষিতে এপ্রিল মাসের ৩০ তারিখ তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও ঘটনাস্থলে গিয়ে বালু তোলা বন্ধের নির্দেশ দেন। কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি।

আহত যুবলীগ নেতা বোরহান উদ্দিন জানান, শ্রীমাই খালটি তারা ইজারা নিয়েছেন। সে মতে তারা বালু কাটছেন। শনিবার বিকালে হঠাৎ করে বাহুলী এলাকা থেকে একদল সন্ত্রাসী এসে বালু কাটতে বাধা দেয় এবং গুলি করতে থাকে। এ সময় তারা কয়েকজন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনিঃসন্তান দম্পতির জন্য চালু হলো আইইউআই পদ্ধতি