পটিয়া উপজেলায় সড়কের পাশে ফসলি জমি থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালের দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর নামক জায়গায় ফসলি জমি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে আজিমপুর এলাকার কচুয়াই সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, একই এলাকায় গত ২৩ জানুয়ারি সড়কের পাশের কৃষি জমি থেকে বেল্ট দিয়ে হাত–পা ও গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় মোহাম্মদ আলমগীর নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করার জন্য ওই চালককে হত্যা করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, অজ্ঞাতনামা উদ্ধারকৃত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।