পটিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিনিধি সভা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

পটিয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিনিধি সভা ও কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষার প্রথম সোপান প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের প্রাণ। বক্তারা এই সহকারী শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে ১০ম গ্রেড বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহবান জানান।

গতকাল শনিবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মাহমুদুল হক। নির্বাচন কমিশনার ছিলেন জেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ আহবায়ক আবদুর রহমান, সাংগঠনিক সচিব মুহাম্মদ ওবাইদুল্লাহ্‌। অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য অপরেশ দাশ গুপ্ত, সাতকানিয়া উপজেলার সমন্বয়ক বেলাল উদ্দিন, পটিয়া উপজেলা প্রাথমিক প্রধান সমিতির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, শাহীনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, সুভাষ চক্রবর্তী, খাইরুন্নেসা বিউটি, বিলকিস আকতার, মঈনুল হোসেন ফারুকী, স্কাউটার কামরুল হাসান, ফাহমিনা আকতার।

বক্তব্য রাখেন মুহাম্মদ মনছুর আলম চৌধুরী, শাহরিয়ার মু.ওমায়ের, ইয়াসিন নুর, মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন, অসীম চক্রবর্তী, শিশির কান্তি মিত্র, মিহির কান্তি দে, আবদুর রহিম, বিশ্বনাথ সরকার, ফারজানা চৌধুরী, বনশ্রী বডুয়া, সিমিকি রক্ষিত, নাছের উদ্দিন, মোরশেদুল আলম, ফয়েজুন্নেসা মিলি, সুমন দাশ, মৌসুমী দে, রহিমা বেগম, আজগর আলী, ফারজানা কবির প্রমুখ। এতে মাহমুদুল হককে সভাপতি, মু. মনছুর আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক, মিহির কান্তি দে কে সাংগঠনিক সম্পাদক, আবদুর রহিমকে অর্থ সম্পাদক, ফয়েজুন্নেসা মিলিকে মহিলা বিষয়ক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিভার শাইন রোটারি ক্লাবের ১০ম চার্টার নাইট
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে মাদক কারবার, পাঁচ কেজি গাঁজা জব্দ