পটিয়ায় প্রত্যয়ের মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

‘এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে’ স্লোগান নিয়ে বিজয় দিবসে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’। গত সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সারাদিন ব্যাপী এই উৎসবে ছিল মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও কথামালা, রক্তের গ্রুপ পরিক্ষা, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য ও পুরস্কার বিতরণ। মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্বোধন করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। তাই বিজয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ের এই আয়োজন নতুন প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গত ৯ বছর ধরে পটিয়াতে বড় পরিসরে মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম যুদ্ধকালীন সময়ের সংগীত ও সংস্কৃতির চর্চার সাথে পরিচিত হবে। স্বাধীনতার ইতিহাস ও বাঙালির আত্মত্যাগ সম্পর্কে সচেতন হবে।

বিকেল ৩টায় কমিটির চেয়ারম্যান এস এম হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. এ কে এম নাসির উদ্দিন, চসিকের কর কর্মকর্তা একেএম সালাউদ্দিন, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, ডা. তাসলিম চৌধুরী, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, রিদোয়ান ছিদ্দিকী, নাসির উদ্দিন, মুহাম্মদ ইসমাইল হোসেন, ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন হিরু, নুরুল হাসান সেলিম, হাবিবুর রহমান রিপন, আবুল কালাম রানা, ফিরোজুল আলম চৌধুরী পলাশ, আমজাদ হোসেন প্রমুখ। একাডেমির সদস্য নীহারিকা পাল ও শিবু মল্লিকের সঞ্চালনায় দুপুর আড়াইটা থেকে শুরু হয় বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলে পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন