সুরতীর্থের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিফলক উদ্বোধন ও স্মরণানুষ্ঠান গতকাল শুক্রবার সকালে পটিয়ার দক্ষিণভূর্ষির নিজগ্রামে অনুষ্ঠিত হয়। স্মৃতিফলক উদ্বোধন করেন পণ্ডিত নির্মলেন্দু স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা গীতা দস্তিদার। সঙ্গীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিমুল দাশ। স্মরণানুষ্ঠানে স্মৃতিচারণ করেন শংকর চৌধুরী, সমীর মজুমদার, দেবাশীষ দাশ, দীপক চৌধুরী, সুশান্ত চক্রবর্তী, আশীষ পাঠক, সমীর দাশ, সুব্রত দাশ অনুজ, হিমাদ্রী শেখর চৌধুরী, সমরজিৎ রায়, কে.পি দাশ (বাবু), দোলন চক্রবর্তী, শিমুল দাশ, শিল্পী নন্দী, গৌরি নন্দী, শুভ্রজিৎ চক্রবর্তী, শিমুল তালুকদার, প্রমা অবন্তি বিশ্বাস, আশীষ দে, উৎপল দে মিঠু, ইব্রাহিম হোসেন, মোজ্জামেল হক প্রমুখ।
স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক সংগঠন সুরতীর্থ, আর্য সংগীত, রূপ নিকেতন, স্বরলিপি, ঝংকার, সুকন্ঠ সংগীত বিদ্যাপীঠ, সুর ছায়া সংগীত পাঠশালা, রাগেশ্রী, রাগ নন্দন সংগীত বিদ্যাপীঠ, সুরপঞ্চম সংগীত নিকেতন, বোলবানী একাডেমি, শ্রীদুর্গা সংগীত বিদ্যাপীঠ, সুরলহড়ী সংগীত নিকেতন, সুরাঙ্গন সংগীত নিকেতনসহ বিভিন্ন সংগঠন। শেষে শিষ্যবৃন্দরা গানে গানে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।