পটিয়ায় নানা আয়োজনে বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব পালিত হয়েছে। পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের ব্যানারে তিনদিনব্যাপী এ আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, বলীখেলা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দলীয় পরিবেশনা,
আবৃত্তি, নাটক, সম্মাননা প্রদান, পাপেট শো, বৈশাখী মেলা ও বেতার টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সোমবার অনুষ্ঠানের শেষ দিন আলোচনা সভা, দলীয় পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে এ উৎসব সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুইয়া জনী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা আফরিন জিনিয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া থানার ওসি জসীম উদ্দিন, সংবর্ধিত অতিথি বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সত্যজিৎ দাশ রুপু, নাট্যকার ম.সাইফুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া সম্মিলিত বর্ষ বরণ ও বিদায় উদযাপন পরিষদের চেয়ারম্যান ছরওয়ার কামাল রাজিব ও অনুষ্ঠান পরিচালনা করেন কার্যকরি সদস্য সচিব প্রণব দাশ। প্রেস বিজ্ঞপ্তি।