পটিয়ায় ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:৪৪ পূর্বাহ্ণ

পটিয়ায় কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার দায়ে ২ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই ব্যক্তি হলেন পটিয়ার দক্ষিণ ভূর্ষি এলাকার অমল সিকদার বাড়ির স্বপন দে’র ছেলে সঞ্জয় দে ও কানুনগোপাড়ার ধোরলা গোলাপ মিত্রের বাড়ির মৃত ডা. রবিন্দ্র লাল মিত্রের ছেলে কাঞ্চন মিত্র। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৩ এর বিচারক জয়নাল আবেদিন এই রায় ঘোষণা করেন। এ সময় সঞ্জয় দে নামের আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি কাঞ্চন মিত্র ঘটনার পর থেকে পলাতক। ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ুয়া আজাদীকে বলেন, বাদী, ভিকটিম, ডাক্তার, আইওসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধকোটি টাকার চাঁদাবাজি মামলা থেকে খালাস দেবুসহ ছয়জন