পটিয়ায় জামে মসজিদের ভিতর দোকান নির্মাণ বন্ধের দাবি

ইউএনও-এসিল্যান্ডকে মুসল্লিদের স্মারকলিপি

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

পটিয়া খাসমহাল জামে মসজিদের ভিতর দোকান ও মার্কেট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের ভিতর দোকান বা মার্কেট নির্মাণ শরীয়ত সম্মত নয় বলে এবং দোকান নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে মুসল্লিরা গত রোববার উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মুসল্লিরা বলেন, বিগত প্রায় অর্ধশত বছর ধরে মসজিদটি এলাকাবাসী ও খাসমহাল ভূমি অফিসের কর্মকর্তাকর্মচারীবৃন্দ নামাজ আদায় করে আসছেন। সরকারী ভূমি মসজিদটির জন্য ওয়াকফ করে দেয়ার পর মসজিদটিতে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়। অতি সম্প্রতি পৌরসভার ড্রেন নির্মাণের কারণে মসজিদের কিয়দাংশ ভেঙ্গে ফেলতে গিয়ে পুরো মসজিদটিই ভেঙ্গে ফেলা হয়। মসজিদের স্থানে নতুন একটি মসজিদ নির্মাণের জন্য স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের অনুদানে মসজিদটি নির্মিত হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মসজিদ যেভাবে শরীয়ত সম্মমত তৈরী করার কথা সেভাবে নির্মাণ না করে মসজিদের ভিতর দোকান/মার্কেট নির্মাণ করা হচ্ছে। মুসল্লিরা বিষয়টি বিভিন্ন ফকিহ গণের কাছে জেনে তা কোন ভাবেই শরীয়ত সম্মত নয় বলে দাবি করেন। মুসল্লিরা তৃতীয় তলা বিশিষ্ট এ মসজিদের প্রতি তলায় নামাজ পড়ার উপযোগী নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনী বিষয়টি বিভিন্ন বিজ্ঞজন ও মৌলানার কাছে জেনে সুরাহা করার বিষয়ে মুসল্লিদের আশ্বাস দেন। তিনি আরো বলেন, দোকান/ মার্কেট মসজিদের আর্থিক পরিচালনার স্বার্থে করা হচ্ছে। এখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ দেখা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন দেশকে রক্ষার জন্য সকলকে সচেতন থাকতে হবে
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালি