পটিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাত ২টার সময় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসসভার আল্লাই কাগজী পাড়া এলাকা থেকে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন– বান্দরবান জেলার লামা থানার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছাবাজার এলাকার মৃত আবুল কাসেম এর পুত্র মো. শাহিন (২০) ও একই এলাকার জাফর আলমের পুত্র আবদুল মুবিন (২১)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নাম্বার বিহীন একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল ও দুইটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, গোপন সূত্রে খবর আসে মহাসড়কের কাগজীপাড়া এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে একটি দল অবস্থান করছে। এ খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে দুইটি মোটরসাইকেল নিয়ে আরও ৪ যুবক পালিয়ে যায়। এ সময় একটি মোটর সাইকেল আটকিয়ে দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে তারা যানবাহন থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আমাদের নিয়মিত টহল টিমের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী রবিবার আদালতে তাদের রিমান্ড শুনানি হবে।