পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ নেতা মোহাম্মদ এমরান (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রেজা এ মাওলা সাকিব (২০)। গত শনিবার রাতে পৃথক অভিযানে পুলিশ উপজেলার কুসুমপুরা ও কচুয়াই ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করে।

যুবলীগ নেতা মোহাম্মদ এমরান কুসুমপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের আলতাজ বাপের বাড়ির মৃত পেয়ার মোহাম্মদ সওদাগরের ছেলে। অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রেজা এ মাওয়া সাকিব উপজেলার কচুয়াই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা ফকিরের বাড়ির মো. শাহ উদ্দিনের ছেলে।

পটিয়া থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বকসুর ছেলে মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় একটি বিস্ফোরক মামলাটি দায়ের করেন। মামলায় ৬৮ জনকে এজহারভুক্ত আসামি করে আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি জাফরকে চকরিয়া আদালতে আনার খবরে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধটেক্সিকে বাঁচাতে গিয়ে ট্রাক খাদে, আহত ৪