পটিয়ায় চার লাখ টাকার সেগুনকাঠ জব্দ

বিক্রির উদ্দেশ্যে মজুদ

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

পটিয়ায় মধ্যরাতে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণের অবৈধ সেগুনকাঠ। কাঠগুলো পাহাড়ি এলাকা থেকে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খরনা এলাকা হতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের অভিযানে অবৈধ এ সেগুন কাঠ জব্দ করা হয়।

জানা যায়, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় এ কাঠগুলো উদ্ধার করা হলেও অবৈধ এ চোরাই কাঠের সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের পরিমাণ ৩৫০ টুকরো। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত সেগুন কাঠগুলো ৪টি ট্রাকভর্তি করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিস আঙ্গিনায় নিয়ে এসে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। সেগুন কাঠগুলো বিভিন্ন এলাকা থেকে এখানে এনে স্তুপ করেছিল। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে আহত ঈগল উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার