পটিয়ায় গাছ থেকে পড়ে আহত স্কুল কর্মচারীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ওমর ওসমান (৫১) নামে এক স্কুল কর্মচারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার বড়লিয়া ইউনিয়নের পূর্ব পেরালা গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে এবং পৌর সদরের এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শনিবার নিজ বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবসত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় ওসমান। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওসমান দীর্ঘ ২৪ বছর ধরে এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। গাছ থেকে পড়ে গুরুতর আঘাত পান তিনি। এতে তার ঘাড় ও মেরুদণ্ড ভেঙে যায়।

পূর্ববর্তী নিবন্ধসম্মাননা প্রবর্তন করে সৈয়দ মোহাম্মদ শফির কর্মকে তুলে ধরা প্রশংসনীয় কাজ
পরবর্তী নিবন্ধআইভোয়াকের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত