পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে ৪র্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৮ পূর্বাহ্ণ

পটিয়ায় পড়াশোনার জন্য মা ও নানীর বকাবকির অভিমানের জের ধরে শয়ন শীল (১১) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্র গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিলন ডাক্তারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শয়ন শীল কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের প্রবাসী হারাধন শীলের পুত্র। সে পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে নানার বাড়িতে থেকে স্থানীয় ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার নানী ছবি শীল জানান, শয়ন তার মেয়ের ঘরের নাতী। গত ৪ মাস আগে শয়নের মাকে মাতৃত্বকালীন অসুস্থতার কারণে আমার বাড়িতে নিয়ে আসি। স্বামী বিদেশে থাকায় মেয়ের শারিরীক সুস্থতার জন্য মেয়েকে আমাদের বাড়িতে রেখে দেখাশোনা করছি। এদিকে জানুয়ারি মাসে শয়নকে স্থানীয় ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে ভর্তি করিয়ে দিই। শয়ন পড়াশোনায় একেবারেই অমনোযোগী ছিল। সে কারণে আমরা পড়াশোনার জন্য বললে সে রাগী স্বভাবের আচরণ করতো। মঙ্গলবার স্কুল থেকে ফিরে ভাত খেয়ে রুমের দরজা বন্ধ করে সে ঘুমাতে যাই। কিছুক্ষণ পর তার মা সে কক্ষে গেলে দেখতে পায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বিমের সাথে সে ঝুলে রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। ছেলেটির গলায় ফাসেঁর চিহ্ন রয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমহেশখালীতে এক্সিলারেট হোপ হসপিটাল উদ্বোধনে পিটার হাস