চট্টগ্রামের পটিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় রুনা আক্তার (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
আজ বুধবার সকাল ৯টায় পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা হতে এই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ রুনা আক্তার পটিয়া পৌরসভার ০৮ নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খিল এলাকার মোঃ ইসমাইলের স্ত্রী।
জানা যায়, রুনা আক্তার মুন্সেফ বাজারের দক্ষিণ পাশে পটিয়া পৌরসভার ০৪নং ওয়ার্ড এর বসর মিয়ার বিল্ডিংয়ে তার নিজরুমে ওড়না পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পটিয়া থানা পুলিশ রুনা আক্তারের লাশ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়ে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আসাদ জানান, পুলিশের একটি টিম এখনো ঘটনাস্থলেই রয়েছে। এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।












