পটিয়ায় কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে ছিনতাই, গ্রেপ্তার ৩

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

পটিয়ায় দিনদুপুরে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামের নবাব মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (২৪), মৃত মতিউর রহমানের ছেলে রবিউল হাসান সাগর (২২) ও মো. মফিজের ছেলে নজরুল ইসলাম (২৪)। এ সময় আসামিদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরি ও সিএনজিচালিত টেঙি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকায় ম্যাক ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও কচুয়াই পারিগ্রাম গ্রামের বাসিন্দা মিলটন সেনকে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা কোম্পানির বিক্রয়ের নগদ এক লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, ২টি স্মার্টফোন ও কোম্পানির মিনি প্রিন্টার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় মিলটন সেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে তারা আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে : বিদ্যুৎ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধরোমের প্রিয় গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস