পটিয়ায় কেডিএস গ্রুপের শীতবস্ত্র পেল ২৫ হাজার দরিদ্র নারী-পুরষ

সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে দারিদ্র্য কমবে : খলিলুর রহমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ২৫ হাজার দরিদ্র নারীপুরুষ পেল কেডিএস গ্রুপের শীতবস্ত্র। গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান গতকাল শুক্রবার পটিয়া উপজেলার সাঁইদাইর গাউসিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলার সাঁইদাইর, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বড়লিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্তলা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াংসহ বিভিন্ন ইউনিয়নের অসহায় নারীপুুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলআরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক আহমদ, বাংলাদেশ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম চৌধুরী, এবিটস’র প্রতিষ্ঠাতা সভাপতি এম ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, কেডিএস গ্রুপের কর্মকর্তা কাজল বড়ুয়া, মো. মিজান, সুমন চৌধুরী প্রমুখ।

এসময় খলিলুর রহমান বলেন, শীত এলেই দরিদ্র ও অসহায় মানুষগুলো ঠাণ্ডায় কাতর হয়ে যায়, খাবার থেকেও তাদের শীত নিবারণ করা জরুরি হয়ে পড়ে। তীব্র এ শীতে আমাদের দায়িত্ব শীতার্তদের জন্য কিছু করা। তিনি আরোও বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় ইবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য শীতবস্ত্র ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারব। আমরা গরিব, অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমরা পবিত্র মাহে রমজানসহ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিটি স্বচ্ছল ব্যক্তি প্রতিষ্ঠান অসহায়দের সহায়তায় এগিয়ে আসলে দেশে দারিদ্র্য অনেকাংশে কমে আসবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সিলিন্ডার লিকেজ থেকে দোকানে আগুন
পরবর্তী নিবন্ধকলকাতায় পাওয়া দেহাংশ এমপি আনারের