পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে হাটহাজারী মাদার্শা ফুটবল দলকে ৬–৩ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে কর্ণফুলী কালারপোলের পক্ষে একাই তিনটি গোল করে ম্যান অব দা ম্যাচের পুরস্কার জিতেন দলের ১০ নং জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ হাসান। দলের পক্ষে অপর তিনটি গোল করেন ৮নং জার্সিধারী খেলোয়াড় সাদমান রিয়াদ, ১১ নং জার্সিধারী খেলোয়াড় ফাহিম উদ্দীন সোহেল এবং ৩নং জার্সিধারী খেলোয়াড় মোঃ সবুজ। অপরদিকে হাটহাজারী মাদার্শা ফুটবল দলের হয়ে দুইটি গোল পরিশোধ করেন যথাক্রমে পেনাল্টি থেকে ১১ নং জার্সিধারী মো: রিপন ও গোলপোষ্টের কাছ থেকে শর্ট নিয়ে দ্বিতীয় গোল করেন মো: আবির। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে ও আজিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিটস’র প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদুল হক তপু, আরিফুর রহমান সুমন, নজরুল ইসলাম নিলয়, জাহাঙ্গীর, মফিজ, আলী শিফন, রায়হান, সায়েম, মিনহাজ, শহিদ, নাঈম বাবু, নওশাদ, নিহাদ। আজ শনিবার কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি বনাম আনোয়ার বখতিয়ার সোসাইটি।