চট্টগ্রাম–১২ আসনের পটিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ওসমান আলমদার। সে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থক ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ছনহরা চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওসমানকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে ছনহরায় নৌকার অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।