পটিয়ায় উত্তম কৃষি চর্চায় প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলমের উপস্থিতিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চায় প্রশিক্ষণ পেলেন ৫০ জন কৃষককৃষাণী। পটিয়া কৃষি সমপ্রসারণের উদ্যোগে গতকাল শুক্রবার পৌরসদরের বাস স্টেশন এলাকায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী কৃষক কৃষাণীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন মো. ছাইফুল আলম।

দিনব্যাপী কৃষক উত্তম কৃষি চর্চা (গ্যাপ) সার্টিফিকেট প্রশিক্ষণ চট্টগ্রাম ডিএইর উপপরিচালক মো. আবদুচ ছোবহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন খামার বাড়ির প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, চট্টগ্রাম অঞ্চল ডিএইর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, বান্দরবানের ডিএইর উপপরিচালক এম এম শাহ নেয়াজ, তপন কুমার পাল, মাশরুম প্রকল্পের উপপরিচালক আখতার জাহান কাঁকন, চট্টগ্রাম ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার নাছির উদ্দীন চৌধুরী, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউসার মো. সারোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, কৃষকদের ফসল উৎপাদনের পাশাপাশি নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করতে হবে। পরিবেশ সহনীয় ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সাধনের পাশাপাশি খাদ্যশৃঙ্খলের সকল স্তরে সুনিদিষ্ট পদ্ধতিসমূহ অনুসরণ করা প্রয়োজন। এছাড়াও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং মানসম্পন্ন উচ্চমূল্যের ফসলের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআলী চৌধুরী
পরবর্তী নিবন্ধপূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের মিলনমেলা