পটিয়ায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় চিহ্নিত ইয়াবা কারবারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন প্রকাশ রুবেলকে (৩৯) ইয়বাসহ গ্রেপ্তার করছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী জাফর ফকিরের বাড়ি এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ওই এলাকার আবু তাহেরের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের উপপরিদর্শক একেএম আজাদ উদ্দিন জানান, রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ক্রয়বিক্রয়ের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রুবেলের বসতঘরে অভিযান চালিয়ে এবং দেহ তল্লাশি করে ১৪৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ রাজনীতিবিদ আলীম উল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের মানববন্ধন