চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা ও ছোলাই মদসহ দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- পটিয়ার উত্তর গোবিন্দারখীল গ্রামের আমিন হোসেনের পুত্র আজিজুল হাকিম হৃদয় (২২) ও পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের তমিজ হোসেনের পুত্র আরিফুল ইসলাম (২৩)।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ৬৫ লিটার ছোলাই মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ার উপ পরিচালক একে আজাদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক এ,কে আজাদ জানিয়েছেন, কিছুদিন ধরে ফার্নিসার ব্যবসার আড়ালে ছোলাই মদ ও ইয়াবার ব্যবসা করে আসছিল এটি সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ উদ্ধার করেন।