পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদে আলহাজ্ব আহমদ শফি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় আরফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় চন্দনাইশ স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫–৪ গোলে পটিয়া আলমদার পাড়া শাহ জব্বারীয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোরশেদুল শফি হিরো। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, উপজেলা বিএনপির সাইফুদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান, ইসমাইল হোসাইন, থানা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রশিদী বেলাল, ব্যাংক কর্মকর্তা মো. মফিজুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সাইমুন ইসলাম তুষার।