পটিয়ায় আশ্রয়ণ প্রকল্পে তৈরি হবে প্রাথমিক বিদ্যালয়

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

পটিয়ায় হাইদগাঁও আশ্রয়ন প্রকল্প এলাকায় পিছিয়ে পড়া ২৫০শ শিক্ষার্থীর জন্য তৈরি করা হবে প্রাথমিক বিদ্যালয়। এ আশ্রয়ন প্রকল্পে নতুন পুরাতন মিলিয়ে ৪৭০টি পরিবার রয়েছে। এসব পরিবারে রয়েছে ৫৯ বছর বয়সী প্রায় আড়াইশ শিশু। এসব শিশুদের জন্য প্রকল্প এলাকায় এখনো গড়ে উঠেনি সরকারি বা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়। যার কারণে আধুনিক ও যুযোপযোগী শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে এসব শিশুরা। এবার এসব পিছিয়ে পড়া শিশুদের জন্য বিদ্যালয় নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংক কর্তৃপক্ষ তাদের সামাজিক উন্নয়ন বা সিএসআর ফান্ড থেকে বিদ্যালয় নির্মাণে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে। গত সোমবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠান করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনির সভাপতিত্বে ও আল আরাফাহ ইসলামী ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার অপারেশন মো. ইফতিখার করিম সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

প্রধান সমন্বয়ক ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পিএস টু চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, নাছির উদ্দিন, আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, লিটন বড়ুয়া, নাজিম উদ্দীন পারভেজ, ঋষি বিশ্বাস, কাউন্সিলর গোফরান রানা, নাছির উদ্দিন, সাজু বড়ুয়া, আল আরাফাহ ইসলামী ব্যাংক হাসপাতালের এইচ আর এডমিন জসিম উদ্দিন, পটিয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুল হোসেন, বন্দরটিলা শাখা ব্যবস্থাপক অলি উল্লাহ, ফিরিঙ্গীবাজার শাখা ব্যবস্থাপক মো. ইসহাক, বিনিয়োগ ইনচার্জ আবুল হাসনাত, জিবি ইনচার্জ রাশেদুল আলম প্রমুখ। এ বিষয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পিএস টু চেয়ারম্যান মোহাম্মদ পিয়ারু বলেন, আমরা দেশে ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে থাকি। এ কর্মকাণ্ডের অংশ হিসেবে পটিয়ার হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্পে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে এবং তাদের জীবনমান উন্নয়নে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য ব্যাংকের সামাজিক উন্নয়ন ফান্ড (সিএসআর) থেকে ২০ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপড়ের রঙ মিশিয়ে গুঁড়া হলুদ ও মরিচ বিক্রি
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুভূতিতে আঘাতে সর্বোচ্চ শাস্তির মতামত হাই কোর্ট বেঞ্চের