পটিয়ায় একই রাতে দুই বসতঘরে চুরির ঘটনায় মামলা রুজুর ২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত রোববার রাতে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুই বাড়িতে চুরির এ ঘটনা ঘটে। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মইল্যা পুটির বাড়ির নুরুল আবছারের পুত্র নুরুল হাকিম শুভ (২৫), একই ইউনিয়নের ইব্রাহিম সওদাগর বাড়ির হাসান আলীর পুত্র রিয়াজুর রহমান নিক্সন (২৪) ও একই ইউনিয়নের নুর মেম্বারের বাড়ির গোলাম কাদেরের ছেলে মো. এরশাদ হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রোববার রাত ১টার দিকে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বসতঘর হতে ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, দুবাইয়ের ৫ হাজার দেরহামসহ ৩টি স্মার্ট ফোন চুরি হয়। একই রাতে ঐ এলাকার নুর আহম্মাদের বাড়ি থেকে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় প্রবাসী মো. হেলাল বাদী হয়ে সোমবার রাতে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২ ঘণ্টার মধ্যে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত ও সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।