পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরী (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার চৌধুরীর বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। সে হাইদগাঁও এলাকার সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুর সহযোগী। এছাড়াও তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।