পটিয়ায় অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

পটিয়ায় অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি মো. আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের বাসিন্দা। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের ভাই।

গতকাল বুধবার বিকেলে পুলিশ আরিফকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ২৩ জানুয়ারি এক পিকআপ চালককে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়াও ২৪ সালের অক্টোবরে এক টেক্সিচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাদাঁ দাবির ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার দেখানো হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধওষুধ নিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু
পরবর্তী নিবন্ধকাল সদারঙ্গের শাস্ত্রীয় দ্বিমাসিক সঙ্গীতানুষ্ঠান