চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেছেন, পটিয়া একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং যথাযথ সেবা দানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল উপজেলা হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত চট্টগ্রাম জেলার স্বাস্থ্য বিভাগীয় মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত আধুনিক ব্ল্যাড ট্রান্সফিউশন ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, এসব মেশিন স্থাপনের মাধ্যমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে আরো অধিক ও ভালো মানের চিকিৎসা সেবা পাবেন রোগীরা।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ার, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তৈয়ব, ডা. সৌমেন বড়ুয়া, ডা. রশ্মি চাকমা, ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন, ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. তাপস কান্তি মজুমদার, ডা. জাফরিন জাহেদ জিতি, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ডা. মানস বিশ্বাস, ডা. আলতাপ হোসেন, ডা. জয়নাব জমিলা, ডা. মোসাম্মৎ জেবুন্নেসা, ডা. মোহাম্মদ শাহজাহান প্রমুখ।