পটিয়া মোহামেডান সেমিফাইনালে

এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে কুতুবদিয়া সিটিজেন পার্ক ফুটবল একাডেমিকে ৫১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জিরি সাইদরস্থ খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিবক্সের কাছে সতীর্থের দেয়া পাস থেকে প্রথম গোলটি পান মোহামেডান অধিনায়ক আনোয়ার ()। গোলে লিড নেয় মোহামেডান স্পোটিং ক্লাব। দ্বিতীয় গোল করেন দলের মো. রাজু()। প্রথমার্ধে তৃতীয় ও চতুর্থ গোল করে দলকে ৪০ গোলের বড় ব্যবধানে নিয়ে যান অধিনায়ক আনোয়ার ও মো. রাজু। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান কমানোর কয়েকটি সহজ সুযোগ পেয়েও কুতুবদিয়া সিটিজেন পার্ক ফুটবল একাডেমি গোল করতে ব্যর্থ হয়। মোহামেডানের গোলরক্ষক জাকারিয়ার অসাধারণ নৈপুণ্য দেখান। পরে মোহামেডানের বদলী খেলোয়াড় মো. রাশেদ চমৎকার একটি গোল করে দলকে ৫০ গোলে এগিয়ে রাখেন। পরে মোহামেডান কিপার কুতুবদিয়া সিটিজেন পার্কের একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিলে রেফারী কুতুবদিয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে কুতুবদিয়ার আমিন ফারুক গোল করলে খেলার ফলাফল দাঁড়ায় ()। ফলে সহজ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মো. আনোয়ার।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে ও আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবিটস’র প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদুল হক তপু। বিশেষ অতিথি ছিলেন, নজরুল ইসলাম নিলয়, জাহাঙ্গীর, মফিজ, আলী শিফন, রায়হান, সায়েম, মিনহাজ, জিএম বাবু, শহিদ, নওশাদ, নিহাদ। আজ শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বোয়ালখালী ফুটবল একাডেমি বনাম চন্দনাইশ স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন ক্রীড়ার ভলিবলে কাপ্তাইয়ের লোটাস স্কুল উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবিয়ের পিঁড়িতে বসলেন স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার