পটিয়ার বাইপাস সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সানজিদ রেজা সানজু (২৫)। সে পটিয়া উপজেলার কুসুপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মোঃ সেলিম রেজার পুত্র। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন পয়েন্টে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সঙ্গে মোটরসাইকোলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সানজিদের মোটরসাইকেলটি সড়কে ছিঁটকে পড়ে। এসময় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশংকাজনক হলে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।