পটিয়া বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:৫৯ অপরাহ্ণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) ভোর ৪টায় পটিয়ার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া বাইপাস মোড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।-বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধঅসহায় কেউ খাদ্য সহায়তা চাইলে ঘরে পৌঁছে দেয়া হবে : মেয়র
পরবর্তী নিবন্ধপরিবারের সঙ্গে অভিমান করে আনোয়ারায় কিশোরীর আত্মহত্যা