পটিয়া থানা জামে মসজিদ পুনঃ প্রতিষ্ঠার দাবি

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

পটিয়া থানার পশ্চিম পার্শ্বে থানা জামে মসজিদ। অনেক পুরনো একটি এ মসজিদ। এ মসজিদে প্রতিদিন হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করতে। কিন্তু ওজু খানা, টয়লেট খুব নাজুক অবস্থায় ছিল। ওজুখানাটি অনেক পুরনো ছিল। নামাজের সময়ে মুসল্লী বেশি হওয়ার কারণে ওজু করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। এ মজজিদটি সম্প্রসারণ করে মুসল্লীদের ধর্মীয় ভাবগর্মীয্যভাবে নামাজ আদায় করার জন্য পুনরায় নতুনভাবে স্থাপন করার জন্য মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ স্যারের হস্তক্ষেপ কামনা করছি।

মো. আবদুল লতিফ

হারবেরিয়াম সহকারী,

বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ,

বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউট

ষোলশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধগৌরীশঙ্কর ভট্টাচার্য : লেখক ও সমাজসংস্কারক
পরবর্তী নিবন্ধআল্লাহ আমাদের জীবনের উত্তম পরিকল্পনাকারী