পটিয়া ছালেহ নুর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার কলেজ মাঠে উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সত্যনন্দ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি কাঞ্চন মজুমদার, উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. আজগর আলী বাহাদুর, সমর সেন শুভ, কলামিষ্ট মুহাম্মদ মুসা খান, নাছির উদ্দিন, এডভোকেট মুজিবুর রহমান খান, মো. সাইফুল ইসলাম, হুলাইন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমান, মো. বোরহান উদ্দীন আকবরী, মে.ইদ্রিস খান কফিল, মো. দেলোয়ার হোসেন খোকা, মো. শফিকুল ইসলাম প্রমুখ।