পটিয়া করল বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

পটিয়া করল বালিকা উচ্চ বিদ্যালয়ে রাতের অন্ধকারে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল প্রধান শিক্ষকের কার্যালয়ের দরজার তালা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে যায়। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকা রশ্মি বড়ুয়া জানান, এ ঘটনায় অজ্ঞতনামা চার ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় বিদ্যালয়ের নৈশ প্রহরী কায়ছার উদ্দিন বিদ্যালয়ে প্রবেশ করে তৃতীয় তলায় ডিজিটাল ল্যাবে অবস্থান করেন। রাত অনুমান ৩টা ৪০ মিনিটের দিকে মুখোশধারী চারজন দেয়াল টপকে বিদ্যালয়ের ভেতরে ঢুকে। এ সময় দ্বিতীয় তলায় প্রধান শিক্ষকের অফিস ও ক্যান্টিনের তালা ভাঙার শব্দ শুনে নৈশ প্রহরী তার রুম থেকে বের হতে চাইলে চোরেরা দরজা বন্ধ করে দেয়। তখন তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। এ সময় তারা প্রধান শিক্ষকের অফিস কক্ষের প্রয়োজনী কাগজপত্র তচনছ করে এবং দুইটি ল্যাপটপ নিয়ে যায়। তাছাড়া তারা ওয়াইফাই তার কেটে দেয় এবং সিসি ক্যামরার সামনের কিছু অংশ উপরের দিকে করে রাখে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, আমি এখনও পূজামণ্ডপে ব্যস্ত রয়েছি। এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত