ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বৈদ্যপাড়া পঞ্চরত্ন স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত কর্মসূচির ১ম দিন বিশ্ব শান্তির মঙ্গল কামনায় শান্তি শোভাযাত্রা, ব্যুহচক্র মেলা, সম্মিলিত বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, বুদ্ধ কীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠান সম্পাদিত হয়।
২য় দিন ভিক্ষু সংঘের উদ্দেশ্য সংঘদান, আলোচনা সভা,স্মৃতি বৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।