পঞ্চমবারের মতো পেছাল অভিযোগ গঠন

সুদীপ্ত হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় পঞ্চমবারের মতো অভিযোগ গঠন পিছিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর এ কার্যক্রমের জন্য নতুন তারিখ নির্ধারিত হয়েছে। মামলার পাঁচজন আসামির সময়ের আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মহানগর পিপি ফখরুদ্দিন আহমদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৬ অক্টোবর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। ফেসবুকে লেখালেখির জেরে দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটে-এমনটা উঠে আসে তদন্তে।

সুদীপ্তের বাবা স্কুল শিক্ষক মেঘনাথ বিশ্বাসের করা মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। এর মধ্যে রয়েছেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমও। চার্জশিটে বলা হয়, মাসুমের নির্দেশে ও আইনুল কাদের নামের একজনের নেতৃত্বে সুদীপ্ত খুন হয়।

পূর্ববর্তী নিবন্ধকাগুজে পাউন্ডের ২ নোট বদলাতে হবে ৩০ সেপ্টেম্বরের আগেই
পরবর্তী নিবন্ধনেতা-কর্মীদের গতিশীলতা আনতে তৃণমূলে নেতৃত্ব সৃষ্টি করতে হবে