বিএনপির বর্জনের মধ্যে এবার ইউপি নির্বাচনের শুরু থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের টক্কর চলছিল; প্রথম ধাপে নৌকার প্রার্থীরা এগিয়ে থাকলেও ব্যবধান কমতে কমতে চতুর্থ ধাপে প্রায় সমান হয়েছিল, পঞ্চম ধাপে এসে স্বতন্ত্ররা নৌকাকে ছাড়িয়ে গেল। গত বুধবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছে ৩৪১ ইউনিয়নে, বিপরীতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছে ৩৪৬ ইউনিয়নে। খবর বিডিনিউজের।
এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যে স্বতন্ত্ররা এসেছেন, তাদের বেশিরভাগই দলটিরই নেতা। দলীয় প্রতীকে অনুষ্ঠিত স্থানীয় সরকারের এই নির্বাচনে একক প্রার্থী ঠিক করতে নাকাল হতে হচ্ছে ক্ষমতাসীন দলটিকে, আর এই দ্বন্দ্বে এবার ভোটে অর্ধ শতাধিক নিহতও হয়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম দফার ভোটে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টিতে নৌকা এবং ৪৯টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়। দ্বিতীয় দফায় ২০ সেপ্টেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থীদের মধ্যে নির্বাচিত হয় ১১৯ জন ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় ৩৬ জন। প্রথম ধাপে সব মিলিয়ে আওয়ামী লীগের ২৬৭ জন এবং স্বতন্ত্র ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়।
১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৪৮৬টিতে এবং ৩৩০টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পায়। ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৫২৫টিতে, স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পায় ৪৪৬টিতে। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৭৯৬ ইউপিতে ভোট হয়। তাতে আওয়ামী লীগের ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়, স্বতন্ত্র প্রার্থী জয় পায় ৩৯০ ইউনিয়নে।
বুধবার পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়নে ভোট শেষে গতকাল বৃহস্পতিবার ৬৯২টির দলভিত্তিক ফলের একীভূত তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান। তাতে দেখা যায়, পাঁচ ধাপে ইউপির চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ২ হাজার ১৫টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১ হাজার ৫৯৭টি ইউনিয়নে জয়ী হয়েছে।